PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

Current Affairs 8ই মার্চ 2021 সম্প্রতি ঘটনা

 Current Affairs 8ই ফেব্রুয়ারী 2021 সম্প্রতি ঘটনা



(১)কোন রাজ্য সরকার হুকা বার নিষিদ্ধ করল ?
​(a)  বিহার ( b) ঝাড়খণ্ড (c) তামিল নাড়ু (d) গুজরাট ।

 

(​২) আর. বিনয় কুমার অবসর গ্ৰহন করলেন , তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ?
(​a) বক্সিং  (b) ভর উত্তলন (c) ক্রিকেট (d)হকি

 

(​৩) ইউ.টি.এস, মোবাইল অ্যাপ্লিকেশন কোন ভারতীয় সংস্থার অধীন ?
(​a) ভারতীয় আর্মি  (b) ভারতীয় ডাক বিভাগ (c) ভারতীয় রেলওয়ে (d) বি.এস.এন.এল ।

 

​(৪) ভারতের প্রথম সমুদ্র তলদেশীয় টানেল নির্মাণ হতে চলেছে কোন শহরে ?
​(a) মুম্বাই  (b) কোচি  (c) ব্যাঙ্গালুর  (d)হাদ্রাবাদ

 

​(৫) কোনো দ্বিতীয় ভারতীয় ফাস্ট বোলার 100 টি ম্যাচ মেলার কৃতিত্ব অর্জন করল ?
​(a)আর অশ্বিন , (b) মহম্মদ স্বামী (c) জাসপ্রিত বুমরাহ (d) ইশান্ত শর্মা ।

 

(৬) ভারতের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি স্থাপিত হল কোন রাজ্য ?
​(a) উত্তর প্রদেশ  (b) কর্নাটক (c) কেরালা  (d) বিহার ।

 

​(৭)  ২০২০ সালে ভারত কোন দেশের সঙ্গে সবচেয়ে বেশি বানিজ্য হয়েছে ?
​(a) চিন (b) ইউনাইটেড আমিরশাহী  (c) আমেরিকা (d) জাপান ।

 

​(৮) প্লাস্টিক জাতীয় বর্জ ব্যবহার করে প্রথম রাস্তা তৈরি করল কোন রাজ্য ?
​(a) মনিপুর  (b) মেঘালয়া (c)  ত্রিপুরা (d) আসাম ।

 

​(৯) বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম উদ্ভদন হল ভারতের কোন শহরে ?
​(a )  লখনৌ (b)  কোলকাতা (c) আমেদাবাদ (d) মুম্বাই

(১০) কোন টেলিকম কোম্পানি কোয়ালকম কম্পানির সঙ্গে জোট বাঁধল ভারতে ফিইভ -জি সার্ভিস চালু করার জন্য ?
​(a)  এয়ার্টেল  (b)  লাইভ (c) ভি.আই (d) জিও ।

(১১) ভারতের কোন স্টেডিয়ামের নতুন নাম হল নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম ?
​(a)  ব্রাবোর্ন স্টেডিয়াম  (b)  মোটেরা স্টেডিয়াম  (c) ইডেন গার্ডেন (d) হোলকার স্টেডিয়াম  ।

 

(​১২) এগ্ৰিকালচার অ্যাক্ট ২০২০ " বইটির লেখক কে ?
​(a) সুরাজ গবিন্দরাজ  (b) কৃষ্ণা কুমার (c)  এ কে রাজন  (d) এ কে সিকরি ।

(১৩) দাদাসাহেব কালকে আর্ন্তজাতীক ফ্লিম ফেস্টিভাল 2021  বেস্ট অ্যাক্টর পুরস্কার কে পেলেন ?
​(a) অক্ষাই কুমার  (b) অজয় দেবগন  (c)  শাহরুখ খান (d) আমির খান ।

 

​(১৪) 2021 মহিলা সিঙ্গেল অস্ট্রেলিয়ান ওপেন কে জয়ী হন ?
​(a)  ক্যারোলিনা মুচোভা  (b)  জেনিফার ব্রাডি  (c) নাওমি ওসাকা  (d) আশলাই বার্টি 

 

(​১৫) 2021 পুরুষ সিঙ্গেল অস্ট্রেলিয়ান ওপেন , কে জয়ী হন ?
​(a) ডানিল মেডভিডিভ (b) নোভাক জোকোভিচ (c) ফেডারিকো গাইও (d) আসলান কারাসেভ

 

(১৬) ভারতের বৃহত্তম হকি স্টেডিয়ামের নাম কোন স্বাধীনতা সংগ্রামীর নামে হতে চলেছে?
(ক) তিলক মানঝি (খ) বির্সা মুন্ডা (গ) সিবু সোরেন (ঘ) বি প্রধান

 

(১৭) স্নেকপিডিয়া' নামক মোবাইল অ্যাপস চালু করলো কোন রাজ্য সরকার?
(ক) কেরালা (খ) আসাম (গ) উত্তর-প্রদেশ (ঘ) তামিল নাড়ু

 

(১৮) ২০২১ এডিশন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের স্পন্সর হিসেবে কোন কম্পানি নির্বাচিত হল?
(ক) আনঅ্যাকাডেমি (খ) বিজুস (গ) ভিভো (ঘ) ড্রিম ইলেভেন

 

(১৯) 'কিং ইলেভেন পাঞ্জাব' দলের নতুন নাম কি হল?
(ক) পাঞ্জাব নাইটস (খ) পাঞ্জাব চ্যাম্পিয়ন (গ) পাঞ্জাব কিংস (ঘ) পাঞ্জাব ওয়ারিয়র

 

(২০) বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৩০০তম গ্রান্ড স্লাম বিজেতা কে হলেন?
(ক) নোভাক জোকোভিক (খ) রজার ফেডারার (গ) ডোমিনিক থিয়েম (ঘ) রাফায়েল নাডাল

 

(২১) কোন রাজ্য সরকার গরিবদের খাদ্য যোগানের জন্য "মা কি রাসোই" প্রকল্প চালু করল?
(ক) কেরালা (খ) বিহার (গ) পশ্চিমবঙ্গ (ঘ) মহারাষ্ট্র

 

(২২) টেসলা' ভারতে তাদের প্রথম মেনুফেকচারার ইউনিট কোন শহরে চালু করতে চলেছে?
(ক) পুনে (খ) ব্যাঙ্গালুরু (গ) গুজরাট (ঘ) কর্নাটক

 

(২৩) বর্তমান রাজ্যসভার বিরোধী দলনেতা কে?
(ক) মল্লিকার্জুন খার্গে (খ) আনন্দ শর্মা (গ) পি. চিদাম্বারাম (ঘ) দিগ্বজয় সিং

 

(২৪) কোন মহিলা অ্যাথলেত ক্রিয়াবিদ আসাম সরকারে ডি.এস.পি হিসাবে নিযুক্ত হল?
(ক) দুতি চান্দ (খ) হিমা দাস (গ) দীপা মালিক (ঘ) প্রিতী গোগৈ

 

(২৫) দিন দয়াল উপাধ্যায় মৃত্যু দিবস কি হিসাবে পালিত হয়?
(ক) সমার্পন দিবস (খ) পরাক্রম দিবস (গ) সদভাবনা দিবস (ঘ) শহিদ দিবস





... উত্তর:
(১) খ. ঝাড়খণ্ড (২) গ. ক্রিকেট (৩) গ. ভারতীয় রেলওয়ে (৪) ক. মুম্বাই (৫) ঘ. ইশান্ত শর্মা (৬) গ. কেরালা (৭) ক. চীন (৮) গ. ত্রিপুরা (৯) গ. আমেদাবাদ (১০) ক. এয়ারটেল (১১) খ. মোটেরা স্টেডিয়াম (১২) এ.কে. রাজন (১৩) ক. অক্ষয় কুমার (১৪) গ. নাওমি ওসাকা (১৫) খ. নোভাক জোকোভিক (১৬) খ. বিরসা মুন্ডা (১৭) ক. কেরালা (১৮) গ. ভিভো (১৯) গ. পাঞ্জাব কিংস (২০) ক. নোভাক জোকোভিচ (২১) গ. পশ্চিমবঙ্গ (২২) খ. ব্যাঙ্গালুরু (২৩) ক. মল্লিকার্জুন খার্গে (২৪) খ. হিমা দাস (২৫) ক. সমার্পন দিবস
 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section