PC Header Top Ads

Type Here to Get Search Results !

Display Responsive Ads

​রেলওয়ে গ্রুপ-ডি-র বিগত বছরগুলির প্রশ্ন উত্তর পার্ট 5

 

​রেলওয়ে গ্রুপ-ডি-র বিগত বছরগুলির প্রশ্ন উত্তর


1. ভারতের সহযোগিতায় ভুটানে যে জলবিদ্যুৎ  কেন্দ্র গড়ে উঠেছে সেটির নাম কী ?

​উত্তর - চুখা ꫰

​ 

2. ভুটানের দীর্ঘতম নদী কোনটি ?

​উত্তর - মানস ꫰

3. তুরস্কের জনক নামে কে অভিহিত হন ?

​উত্তর -  মুস্তাফা কামাল  আর্তাতুর্ক ꫰

4. নেপালের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?

উত্তর - মাউন্ট এভারেস্ট ꫰

5. তিব্ব,নেপাল ,ভুটান এবং পশ্চিমবঙ্গের সীমানা বরাবর কোন রাজ্য রয়েছে ?

উত্তর - সিকিম ꫰


6.Government of the people, for the people , by the people - এই উক্তিটি কার ?

​উত্তর - আব্রাহাম লিঙ্কন ꫰

7. ভারতে প্রথম ভাষার ভিওিতে গঠিত রাজ্য কোনটি ?

​উত্তর - অন্ধ্রপ্রদেশ ꫰

8. কোন দেশের অলিখিত সংবিধান আছে ?

​উত্তর - গ্রেট ব্রিটেন ꫰

9. রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ?

​উত্তর -  অ্যারিস্টটল ꫰

10. নিম্নলিখিত কোন রাষ্ট্রের রাজধানী হ্যানয় ?

​উত্তর - ভিয়েতনাম ꫰

11.সোনার কেল্লার সঙ্গে কোন শহরটি যুক্ত ?

​উত্তর - জয়সলমীর ꫰

​ 

12. অজন্তা এবং ইলোরা গুহাচিএ কোন প্রদেশে অবস্থিত ?

​উত্তর - মহারাষ্ট্র ꫰

13. শ্রী অরবিন্দের যোগসাধনার সঙ্গে কোন শহরটি সংযুক্ত ?

​উত্তর - পুদুচেরি ꫰

​ 

14. মেরিনা বিচ কোন শহরে আছে ?

​উত্তর - চেন্নাই ꫰

​ 

15. মাহাত্মা গাঁধি প্রতিষ্ঠিত আশ্রমটি কোন রাজ্যে অবস্তিত ?

​উত্তর - গুজরাট ꫰

​ 

16. লিঙ্গরাজ মন্দির কোন শহরে অবস্থিত ?

​উত্তর - ভুবনেশ্বর ꫰

17. হায়দ্রাবাদের যমজ শহরটিকে কী নামে অভিহিত করা হয়ে থাকে ?

​উত্তর - সেকেন্দ্রাবাদ ꫰

​ 

18. চারমিনার কোন শহরে অবস্থিত ?

​উত্তর - হায়দ্রাবাদ ꫰

​ 

19. পূর্বে কোন স্থান প্রাগজ্যোতিষপুর নামে পরিচিত ছিল ?

​উত্তর - অসম ꫰

​ 

20. কটক শহরে অবস্তিত গবেষনাগারটিতে কী বিষয়ের গবেষনা হয় ꫰

​উত্তর - ধান ꫰


21. ​ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ?

​উত্তর - ড. সর্বপল্লি রাধাকৃষ্ণান ꫰

22.তুতিকোরিন বন্দরটি কোন রাজ্যে অবস্থিত ?

​উত্তর - তামিলনাড়ু ꫰

23. মার্মাগাঁও বন্দরটি কোন রাজ্যে অবস্থিত ?

​উত্তর - গোয়া ꫰

​ 

24.ভারতের বিমানবাহিনীর প্রথম প্রধান কে ছিলেন ?

​উত্তর - এয়ার মার্শাল সুব্রত মুখোপাধ্যায় ꫰

25. ভারতের নৌবাহিনীর প্রথম প্রধান কে ছিলেন ?

​উত্তর - ভাইস অ্যাডমিরাল আর ডি কাটারি ꫰​ 


26. প্রথম কোন বাঙালি ভারতের স্থলবাহিনীর প্রধান হয়েছিলেন ?

​উত্তর - জেনারেল শঙ্কর রায়চৌধুরি ꫰

27.কে ভারতের স্থলবাহিনীর প্রথম প্রধান ছিলেন ?

​উত্তর - জেনারেল মহারাজ রাজেন্দ্র সিংজি ꫰

28. ভারতের লোকসভার প্রথম অধ্যক্য কে ছিলেন ?

​উত্তর - জে ভি মাভালংকার꫰


​29. ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন ?

​উত্তর - সুকুমার সেন ꫰

 30.ভারতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে কোন বাঙালি প্রথম যোগদান করেন ?

​উত্তর - বিজন কুমার মুখোপাধ্যায় ꫰



আরো পড়ুনঃ


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section