রেলওয়ে গ্রুপ-ডি-র বিগত বছরগুলির প্রশ্ন উত্তর পার্ট 3 |
1. প্রথম কোন মহিলা দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন -
উত্তর -দেবিকা রানি ꫰
2.বড় ইমামবাড়া কোথায় অবস্থিত ?
উত্তর - লখনউ ꫰
3. উত্তর মেরুতে পদার্পনকারী প্রথম ব্যক্তি হলেন -
উত্তর - রবার্ট পিয়ারি ꫰
4.Horology কোন বিষয় সংক্রান্ত বিদ্যা ?
উত্তর - সময় পরিমাপ ꫰
5.নিম্নলিখিতের মধ্যে কোনটি পৃথিবীর প্রথম ধূমপানবর্জিত রাষ্ট্র (no - smoking nation )- উত্তর - ভুটান ꫰
6. চেরাপচঞ্জ-র নতুন নাম কী ?
উত্তর - সোহরা ꫰
7. ম্যাকমোহন লাইন বিভাজিত করছে -
উত্তর -ভারত ও চিন - কে ꫰
8. নিম্নলিখিতের মধ্যে দেশের সীমান্ত দীর্ঘতম ?
উত্তর - রাশিয়া ꫰
9.বর্ডার রোড অর্গানাইজেন কোন ক্ষেত্রের অন্তর্গত ?
উত্তর - প্রতিরক্ষা ꫰
10.প্রথম ভারতীয় যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান-
উত্তর - রবীন্দ্রনাথ ঠাকুর ꫰
11. নিম্নলিখিতের মধ্যে প্রথম কে ভারতরত্ন সম্মানে ভূষিত হন ?
উত্তর - সি ভি রমন ꫰
12. সালারজঙ্গ মিউজিয়াম কোথায় অবস্থিত ?
উত্তর - হায়দ্রাবাদ ꫰
13. জিম্বাবোয়ের প্রাক্তন নাম কী ?
উত্তর - রোডেসিয়া ꫰
14. কলকাতার ন্যাশনাল লাইব্রেরি পূর্বে কী নামে পরিচিতি ছিল ?
উত্তর - ইম্পিরিয়াল লাইব্রেরি ꫰
15. কলকাতায় কবে পাতাল রেল চালু হয়েছিল ?
উত্তর - 1984 খ্রি.
16.কলকাতার হাওড়া ব্রিজ কোন ধরনের ব্রিজ ?
উত্তর - ক্যান্টিলিভার ব্রিজ ꫰
17. শহিদ মিনার কার স্মৃতিস্তম্ভ ?
উত্তর - স্যার ডেভিড অকটারলোনি ꫰
18.বর্তমান ভারত কে রচনা করেন ?
উত্তর - স্বামী বিবেকানন্দ
19. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে ?
উত্তর - বোম্বে ꫰
20 .প্রথম কোন ভারতীয় মহিলা জিব্রাল্টার প্রনালী সাঁতরে পার হন ?
উত্তর - আরতি সাহা ꫰
21. মহাজাতি সদন কে প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তর - সুবাষচন্দ্র বসু ꫰
22. বিধানসভা কবে প্রতিষ্ঠাত হয়েছিল ?
উত্তর - 1935 খ্রি.
23.কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন ?
উত্তর - স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ꫰
24. কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে হয়েছিলেন ?
উত্তর - শ্রীমতী পদ্মা খাস্তগীর ꫰
25. বরবুদুর- এর স্তূপ কোন দেশে অবস্থিত ?
উত্তর - ইন্দোনেশিয়া ꫰
26.কলকাতা কর্পোরেশনের মেয়র পদে কে সবচেয়ে বেশিবার নির্বাচিত হয়েছেন ?
উত্তর - দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত ꫰
27. তম প্যারালাল কোন দুটি দেশকে পৃথক করছেন ?
উত্তর - উত্তর কোরিয়া ও দক্ষিন কোরিয়া ꫰
28 . কলকাতা কর্পোরেশনে প্রথম মেয়র কে ছিলেন ?
উত্তর - দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ꫰
29. কলকাতা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর - 1876 খ্রি.
30. কলকাতা মেডিকেল কলেজ কার আমলে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর - লর্ড বেন্টিঙ্ক ꫰
আরো পড়ুনঃ
রেলওয়ে গ্রুপ-ডি-র বিগত বছরগুলির প্রশ্ন উত্তর
রেলওয়ে গ্রুপ-ডি-র বিগত বছরগুলির প্রশ্ন উত্তর পার্ট 2