গন্তব্য বেলপাহাড়ি ও ঝাড়গ্রাম
আগস্ট ১৭, ২০১৯
0
7/8/2019-ভোর 4 টা, বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি,গাড়ি স্টার্ট দিলাম| গন্তব্য বেলপাহাড়ি ও ঝাড়গ্রাম| যাত্রা শুরু বারাসাত থেকে, আমাকে ধরে সঙ্গী 4 জন.মায়ের মন্দিরে মাথা ঠেকিয়ে যাত্রা শুরু| ফাঁকা রাস্তা গাড়ির গতিবেগ কমবেশি করে ছুটালাম সাথে নিয়ে অনেক বুক ভরা আবেগ আর 98.3 রেডিও মিরচি.
প্রথম গন্তব্য ঘাগরা জলপ্রপাত: ম্যাপ দেখে কাচা পাকা রাস্তা দিয়ে পৌঁছে গেলাম সেখানে..কিসুন্দর জায়গা, কিসুন্দর প্রকৃতির রূপ, অপূর্ব সে দৃশ্য.. ঘোরা শেষ এবার পালা তারাফেনি নদীবাঁধ. আবার গাড়ি ঘুরিয়ে চললাম সেদিকে, গন্তব্যে পৌঁছে ঘোরা শুরু করতেই কিছুক্ষনের মধ্যে আসলো বৃষ্টি, অগত্যা ঘোরা বন্ধ করে গাড়িতে চেপে ফিরতে হলো..এবার খাওয়ার সময় যে..পেট যে ডাক দিচ্ছে.
আজ 8.8.2019 তারিখ সকাল 8.30
Tags