ETC Bangla |
Current Affairs ১৩ই সেপ্টেম্বর 2019 সম্প্রতি ঘটনা
1. সম্প্রতি ভারত কোন দেশের সঙ্গে যৌথ নৌবাহিনী অভ্যাস SLINEX 2019 করলো?
উ: শ্রীলঙ্কা
2. তেলেঙ্গানার কোন শহরে প্রথম ফুড পার্ক গড়ে উঠলো?
উ: নীজামাবাদ
3. কোন দেশে 24 তম World Energy Congress সামিট হতে চলেছে?
উ: সঙ্গযুক্ত আরব আমিরশাহী UAE
4. দেশের কোন রাজ্য প্রথম টাইম ব্যাঙ্ক স্থাপন করতে চলেছে?
উ: মধ্যপ্রদেশ
5. কোন টেলিস্কোপের সদস্যগন "অস্কার অফ স্যাইন্স 2020" জিতল?
উ: ইভেন্ট হরিজন টেলিস্কোপ
6. ভারতের প্রথম হেলিকপ্টার সামিট কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে?
উ: দেরাদুন
7. কে 2019 মহিলাদের সিঙ্গেল US OPEN প্রতিযোগিতা জয়ী হন?
উ: বিয়ানকা অ্যান্ডরিস্কু
8. কোন দেশ সম্প্রতি অ্যাভীয়ান ইনফ্লুয়েঞ্জা (H5N1) মুক্ত ঘোষনা করলো?
উ: ভারত
9. সম্প্রতি মারা গেলেন "আব্দুল কাদির" বিখ্যাত লেগ স্পিনার কোন দেশের ক্রিকেটার ছিলেন?
উ: পাকিস্তান
10. বিয়ানকা অ্যান্ডরিস্কু" কোন দেশের নাগরিক?
উ: কানাডা
11. কোন শহরে প্রথম ন্যাশনাল কনফারেন্স অন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ?
উ: নিউ দিল্লি
12. বিদেশের মাটিতে ভারতীয় সফলতম ক্রিকেট কেপ্টেন কে?
উ: বিরাট কোহলি
13. ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে?
উ: কাতার
14. সম্প্রতি কোন ই-কমার্স ওয়েবসাইট ঘোষণা করলো জুন 2020 থেকে তাদের পন্য প্যাকেজিং-এ প্লাস্টিক ব্যবহার হবে না?
উ: আমাজন
15. ইন্দোনেশিয়ায় তাদের রাজধানী পরিবর্তন করতে চলেছে কোথায়?
উ: বোর্নিও আইসল্যান্ড