পশ্চিমবঙ্গের কর্মচারীদের বেতন বৃদ্ধি: মমতা ব্যানার্জি।
google.com |
6 পে কমিশন গঠিত হয়েছিল 27ই নবেম্বর 2015, পশ্চিমবঙ্গের কর্মচারীদের বেতনের পুনঃ বিন্যাসর জন্য, ঠিক 2016 বিধানসভা ভোটের আগে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ বেতন কাঠামো ঘোষণা করলো। 6 পে কমিশন -এর রেকমেন্ডেশনে নূন্যতম বেতন 7000 টাকা থেকে 17990 টাকা হলো: মমতা ব্যানার্জি।
রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় অসন্তোষ প্রকাশ করে এসছেন। এতদিন রাজ্য সরকারি কর্মচারীরা পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বেতন পেতেন।
13ই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী নেতাজী ইন্ডোর এস্টিডিয়ামে সরকারি কর্মচারীদের এক অনুষ্ঠানে এসেছিলেন, 2021 বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে তিনি আরো বলেন আপনারা এই সরকারকে যত দেবেন, এই সরকার আপনাদের ততটাই দেবে।
"আমি এই সমস্ত খুব ভালো বুঝি না, আমি পে কমিশনের রেকেমেন্ডেশন মেনে নিচ্ছি এবং লাগু হবে 1লা জানুয়ারি 2020"
"এই শুধু নয় সঙ্গে গ্রাচুয়িটি 6 লাখ থেকে বেড়ে 10 লাখ হলো।" মমতা ব্যানার্জি।
তিনি আরো জানান মেডিকেল, হাউজ রেন্ট, ইত্যাদি খুব শিগগিরই ঠিক করে দেবেন। এতে সরকারের দশ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হবে।
এই ঘোষনার সাথে সাথে নেতাজী ইন্ডোর এস্টিডিয়ামে করতালিতে ফেটে পড়ে।