মিক্সিড জিকে পোষ্ট ১
প্রশ্ন ১ : তাজমহল কোন নদীর তীরে ?
উত্তর : যমুনা
প্রশ্ন ২ : কম্পিউটার লেটার কি বোর্ডের যে সারিতে প্রথম লেটার Q, সেই সারিতে শেষের লেটারটি কী ?
উত্তর : P
প্রশ্ন ৩ : পশ্চিমবঙ্গের সর্বশেষ সংযোজিত জেলা কোনটি ?
উত্তর : পশ্চিম বর্ধমান
প্রশ্ন ৪ : My Birthday is _Januray ? শূন্যস্থানে কী বসবে ?
উত্তর : in
প্রশ্ন ৫ : পঞ্চনদের দেশ কাকে বলা হয় ?
উত্তর : পঞ্জাব
প্রশ্ন ৬ : সর্বত্র সর্বোত্তম সুরক্ষা- কাদের মোটো ?
উত্তর : ন্যাশনাল সিকিওরিটি গার্ড (NSG)
প্রশ্ন ৭ : ২০১৭ দাদাসাহেব ফালকে সম্মান কে পেলেন?
উত্তর : কে বিশ্বনাথ
প্রশ্ন ৮ : PPF পুরো কথা কী ?
উত্তর : পাবলিক প্রভিডেন্ট ফান্ড
প্রশ্ন ৯ : সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতিকে ইমপিচ করা যায় ?
উত্তর : ৬১
প্রশ্ন ১০ : কন্নড় ভাষায় কোন ফিল্মটি এবার সেরা আঞ্চলিক ফিল্মের জাতীয় পুরস্কার পেয়েছে ?
উত্তর : রিজ়ার্ভেশন
প্রশ্ন ১১ : পিকিং (Peking) শহরের বর্তমান নাম কী ?
উত্তর : বেজিং
প্রশ্ন ১২ : মূত্রের রং মূলত হলেদেটে হয় কেন ?
উত্তর : ইউরোক্রোম পিগমেন্টের উপস্থিতির কারণে
প্রশ্ন ১৩ : হাির দেশ (Land of elephants কোন দেশকে বলা হয় ?
উত্তর : থাইল্যান্ড
প্রশ্ন ১৪ : In Other Rooms, Other Wonders- বইটির রচয়িতা কে ?
উত্তর : ড্যানিয়েল মুইনুদ্দিন
প্রশ্ন ১৫ : INS চক্র- কী ?
উত্তর : পরমাণু হামলায় সক্ষম ভারতীয় সাবমেরিন
প্রশ্ন ১৬ : কপিলধারা জলপ্রপাত কোথায় ?
উত্তর : অমরকন্টক, মধ্যপ্রদেশ
প্রশ্ন ১৭ : মেগাস্থিনিস কে ছিলেন ?
উত্তর : গ্রিক পরিব্রাজক
প্রশ্ন ১৮ : চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত ?
উত্তর : লোকোমোটিভ
প্রশ্ন ১৯ : হ্যাভারশিয়ান তন্ত্র কার অংশবিশেষ ?
উত্তর : অস্থি
প্রশ্ন ২০ : শিবাজির রাজ্যাভিষেক কবে হয়েছিল ?
উত্তর : ৬ জুন, ১৬৭৪